দুবরাজপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পড়ুয়াদের ইউনিফর্ম প্রদান।

0
130

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য স্কুল ড্রেস দেওয়া হচ্ছে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত দুবরাজপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল ইউনিফর্ম প্রদান করা হল। এজন‍্য শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুবরাজপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ১৮৩ জন ছাত্রী রয়েছে। তাই আজ এই বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীকে স্কুল ইউনিফর্ম প্রদান করা হল। বাকী যে সকল ছাত্রী আজ আসতে পারেনি তাদের অন্যদিন দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগে সরকারী বা কোনো বেসরকারী সংস্থাকে এই ইউনিফর্মের টেণ্ডার দিত। কিন্তু বর্তমানে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এখন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই ইউনিফর্ম তৈরির কাজ দেওয়া হয়েছে। তাই দুবরাজপুর পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ইউনিফর্মের বরাদ্দ পায়। এদিন দুবরাজপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার গুরুপদ দাস, পৌরকর্মী কাজল চ্যাটার্জ্জী, সমাজসেবী গোপীনাথ নায়ক প্রমুখ। স্বভাবতই স্কুলের নতুন পোশাক পেয়ে খুশি পড়ুয়ারা।