আবদুল হাই, বাঁকুড়াঃ- সবুজ পাতার মাঝে সবুজ রঙের লকলকে সরু ওটা কি যাচ্ছে? দেখে চমকে যায় একাধিক পথ চলতি সাধারণ মানুষ। প্রথমে ঠিক বুঝতে করে উঠতে পারে না তারা। তবে প্রাণীটির চলন দেখে দেরি হয়নি বুঝতে। একটি সবুজ রঙের সাপ। সাপের প্রতি পল্লী বাংলার মানুষের ভীতি রয়েছে। ভয় থাকার যথেষ্ট কারণ আছে। প্রতিবছর বাঁকুড়া জেলায় সাপের কামড়ে মৃত্যু হয় একাধিক মানুষের। মাঠে কাজ করতে গিয়ে হোক কিংবা ঘরের ভেতরে। সাপ সামান্য ফাঁদ পেলেই ঢুকে পড়তে পারে যেখানে খুশি। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে একটি গাছের উপরে দেখা গেল এই সবুজ রঙের সাপটি। কি সাপ এটি? বিষধর নাকি নির্বিষ এই সবুজ সাপ? প্রশ্ন দানা বাঁধে সাধারণ মানুষের মনে। পরে জানা যায় এই সাপটি হল লাউডোগা সাপ। সবুজ এই সাপ সবুজ পাতার মাঝখানে থাকতে পছন্দ করে। তার দেহের সবুজ রং পাতার সবুজ রঙের সঙ্গে মিশে যায়। ফলে শিকার করতে সুবিধা হয়। যদিও এক সর্পপ্রেমী জানান, এই সাপ বিষধর নয়। যদিও সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। ক্ষনিকের মধ্যেই চোখের আড়ালে চলে যায় সাপটি।
Home রাজ্য দক্ষিণ বাংলা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে একটি গাছের উপরে দেখা গেল সবুজ রঙের...