আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগ্যান্দা নদীর পাড়ে জোরকদমে ছটপূজার প্রস্তুতি চলছে।

0
216

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। তার পর শুরু হবে ছটপূজা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগ্যান্দা নদীর পাড়ে জোরকদমে ছটপূজার প্রস্তুতি চলছে। চলছে মঞ্চ তৈরির কাজও। প্রত্যেক বছরের মতো এবছরও বীরপাড়া ছটপূজা জুনিয়র কমিটির উদ্যোগে আগামী রবিবার রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। প্রত্যেক বছরই ভিন রাজ্যে থেকে শিল্পীরা আসেন। এবছর পাটনা,লক্ষনৌ, উদয়পুর,দূর্গাপূর থেকে শিল্পীরা আসবেন। মূলত বীরপাড়া গ্যারগ্যান্দা নদীর পাড়ে প্রত্যেক বছর ছটপূজা সহ বিরাট মেলার আয়োজন করা হয়। রয়েছে প্রায় ৮০০ টি ঘাট। ঘাট তৈরির কাজও চলছে জোড়কদমে। ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে মানুষ মেলায় আসে। মেলায় নাগরদোলা সহ বিভিন্ন খাবার দোকান থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।