রেল বেসরকারীকরণের বিরুদ্ধে অবস্থান,বিক্ষোভ ও ডেপুটেশন চাকদহে।

0
241

নিজস্ব সংবাদাতা, চাকদহঃ১৭ই নভেম্বর – ১৭ ই নভেম্বর ২০২৩ শুক্রবার সি,আই,টি,ইউ,র নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে রেল বেসরকারিকরণ এর বিরুদ্ধে অবস্থান,বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত হয় চাকদহ স্টেশন চত্বরে।কল‍্যানী ডিভিশনে চাকদহ,পালপাড়া,শিমুরালি ও মদনপুর। এই বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা অমল ভৌমিক। রেল বেসরকারী করণ হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ,কৃষক সহ সাধারণ মানুষ কম পয়সায় ভারত বর্ষের বৃহত্তর রেল পরিষেবা ব্যবস্থায় গরিব মানুষ যাতায়াত করতে পারবেন না। পণ্য পরিবহন ব্যবস্থায় বেশি করে কর চাপাবে তাতে মানুষের প্রাণ ওষ্ঠাগত হবে-বক্তব্য রাখেন অলোকেশ দাস,দিব‍্যেন্দু ভট্টাচার্য্য,বিশ্বনাথ গুপ্ত,কৃষ্ণেন্দু দত্ত,সোমেশ কংসবনিক,গোপাল চন্দ,গোপাল চন্দ,তাপস রায়, অমিত অধিকারী,রাজীব দাস, সুব্রত সরকার প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক নেতা সুভাষ দাস, অশোক সরকার।দিব‍্যেন্দু ভট্টাচার্য্য বলেন,রেল আমাদের দেশের সম্পদ,সেই সম্পদ কে যাতে সরকার বিক্রি করে না তার জন‍্য এই প্রতিবাদ।সিআইটিইউ তরফ থেকে স্টেশন মাষ্টার কে এই ডেপুটেশন জমা দিচ্ছি।