পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রায়ান স্কুল মোড় এলাকায় একটি উচ্চ বাতি স্তম্ভের। তাই মানুষের কথা চিন্তা করে বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা এবং বর্ধমান এক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য মানুষের দাবি কথা জানান বিধায়ক নিশীথ কুমার মালিককে। বিধায়ক নিজস্ব তহবিল থেকে এই উচ্চ বাতিস্তম্ভ লাগিয়ে দেওয়ার আশ্বাস দেন। শেষমেষ আজ উদ্বোধন করা হয় এই উচ্চ বাকিস্তম্ভের। আজ এই বাতিস্তম্ভের ফিতে কেটে কেটে উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, রায়ান এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ। বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, এই রায়ান গ্রামে ২০১১ সালের পর মানস ভট্টাচার্যের নেতৃত্বে প্রচুর উন্নয়ন হয়েছে। যারা কুৎসা প্রচার করছে তাদের আমি একবার রায়ান গ্রামে এসে দেখতে বলবো। পাকা রাস্তাঘাট,ড্রেনের ব্যবস্থা এবং রাস্তায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০১১ সালের আগে এই রায়ান গ্রামের কি অবস্থা ছিল তা আমরা সবাই জানি। কিন্তু মানুষ এখন যে পাকা রাস্তা বা ঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া। যাদের অপপ্রচার করা কাজ তারা প্রচার করবেই। আমি সিপিআইএমের নেতাদের বলবো আপনারা ঘরে থাকুন মানুষকে ভুল বোঝাবেন না। আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলি থেকে সুবিধা পান।