মাসখানেক আগে উদ্বোধন হওয়া পার্কিং জোন চালু হলনা এখনও।

0
242

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  মাসখানেক আগে উদ্বোধন হওয়া পার্কিং জোন চালু হলনা এখনও। নিত্য যানজটে ক্ষোভ মানুষের। পার্কিং জোনকে হাতিয়ার করে ক্ষোভ তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার বিরুদ্ধে সরব বিজেপি।
দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে যানজট নিত্য দিনের ব্যাপার। বেড়ে চলা টোটো, বাইক এবং গাড়ির কারণে নাভিশ্বাস হয়ে পরে নাগরিকদের। বিশেষ করে অফিস টাইমে এই সমস্যা প্রতিদিন ব্যাপক আকার ধারণ করে। এই যানজট রুখতে বালুরঘাট পুরসভা আন্দোলন সেতুর পাশে পার্কিং জোন তৈরি পরিকল্পনা নিয়েছিল বছরখানেক আগে। উদ্দেশ্য ছিল বাজার সহ ডানলপ মোড়ের ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের বাইক ও গাড়ি সেখানে পার্কিং করার। অবশেষে চিহ্নিত হওয়া নীচু জায়গাটি ভরাট করে ঢালাই করে পার্কিং-এর পরিকাঠামো গড়ে তুলেছে পুরসভা। গত ১৭ অক্টোবর অর্থাৎ মাসখানেক আগে সেঈ পার্কিংটি ঘটা করে উদ্বোধন করে। অথচ সেই পার্কিং আজও চালু হলনা। ফলে যানজট সমস্যা রয়ে গিয়েছে এই শহরে। যা নিয়েই কার্যত ক্ষোভ সাধারণ মানুষের।
বিজেপি টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, এই সরকার উদ্বোধনের সরকার। এইরকম প্রচুর প্রকল্প উদ্বোধন করে রেখেছে তারা। কিন্ত তার বাস্তব রুপ পায়নি। এখানাকার পার্কিংটি চালু করা হয়নি এখনও। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষজন অনেক সমস্যায়।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র ছুটি থাকায় উনার বক্তব্য পাওয়া যায় নি।