আগের মত যাত্রা না দেখা গেলেও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যাত্রা দেখার ভিড় চোখে পড়ার মতন সারেঙ্গায়।

0
140

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – আগের মত যাত্রা না দেখা গেলেও জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যাত্রা দেখার ভিড় চোখে পড়ার মতন সারেঙ্গায়। সাঁকরাইল সারেঙ্গা উত্তরপাড়ার জগদ্ধাত্রী তলার জগদ্ধাত্রী পূজা সুনামেরর সহিত হয়ে আসছে দীর্ঘ কয়েক বছর যাবৎ। প্রতি প্রতিবছরের না এ বছরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পূজা হয় এবং প্রতিবছরের মতো এ বছরও যাত্রা দলের ব্যবস্থা করেন পূজা কমিটি। আগের দিনের মতো যাত্রা দল বিভিন্ন জায়গা দেখা না গেলে এইখানে প্রতিবছর যাত্রা শুনতে বহু সাধারণ ভক্ত আসেন যাত্রা দেখতে। এই বছরে যাত্রাপালা উমা অপেরার আসামির স্বামীর রংবাজ বউ। তাপস কুমার সামন্তের সাত বছরের এই দল। ফাগুন চৈত্র বৈশাখ এই তিন মাসেই যাত্রার রমরমা। আগের মতন যাত্রা শুরু বাইদা না হলে শিল্পীরা নিজেদের সত্তাকে বজায় রাখতে যাত্রা করার নেশায় বুঁধ হয়ে আছে। এই পেশা ছেড়ে তারা অন্য কোনো পেশায় যেতে পারছেন না শিল্পী সত্তা বজায় রাখার তাগিদে। ক্রমবর্ধমান মেকাপের জিনিসের মূল্য বৃদ্ধির ফলেও আঁকড়ে ধরে রেখেছেন নিজেদের শিল্পী ভাবনা কে দর্শকের সামনে তুলে ধরার তাগিদে। সামন্ত বাবু ৩০টি পরিবারের ভার বহন করে চলে ছেন কেননা ৩০ জন্য ব্যাক্তি তার যাত্রা দলের সঙ্গে যুক্ত। সারেঙা উত্তর পাড়া জগদ্ধাত্রী পূজা উপলক্ষে যাত্রা উৎসব চলছে প্রতি বছরের নায় এ বছরেও।