শিক্ষার মানোন্নয়নে শুরু SAS পরীক্ষা, তমলুক হ্যামিলটন হাইস্কুলে শনিবার পরীক্ষা দেয় কয়েকশো ছাত্ররা।

0
271

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাজ্যে শিক্ষার মানকে আরও উন্নত করতে চায় সরকার। সাধারণত শিক্ষার মান উন্নত করতে গেলে পড়ুয়ারা কতটা শিখছে বা তাদের মেধার মান যাচাই করা প্রয়োজন। তার জন্য বিশেষ পরীক্ষা চালু করেছিল রাজ্য সরকার। SAS (স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে) প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের মধ্যে চারটি শ্রেণির পড়ুয়াদের এই পরীক্ষা নেওয়া হয়। যার মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণি, পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি এবং দশম শ্রেণি। এক্ষেত্রে প্রতিটি জেলার প্রতিটি সার্কেল থেকে স্কুল বেছে নিয়ে পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হয়। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তমলুক হ্যামিলটন হাই স্কুলে হয় এই পরীক্ষা। শনিবার কয়েকশো ছাত্র এই পরীক্ষায় অংশ গ্রহণ করে।