বালি চোরেদের কাছ থেকে নিজের ভাগ বুঝে নিতেই শুভেন্দু অধিকারী নিজের মোবাইল নাম্বার দিয়েছেন। এমনটাই দাবি বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতির।

0
199

নিজস্ব সংবাদদাতা বাঁকুড়াঃ-  রবিবার সিমলাপালে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,বালি চোরদের কাছ থেকে নিজের ভাগ বুঝে নিতেই শুভেন্দু অধিকারী নিজের মোবাইল নাম্বার দিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার কোতুলপুরে বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বালি চুরি প্রসঙ্গে বলতে গিয়ে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগের কথা বলেন।

মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্ত প্রসঙ্গে অরুপ চক্রবর্ত্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিগত ১০ বছর ধরে তো সিবিআই অনেক কিছুর তদন্ত করছে, অগ্রগতি কোথায়? রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্তের কি হলো সেনিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুভেন্দু অধিকারী বিষয়ক অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি বিরোধী দলনেতার উপযুক্ত নন, বেশী গুরুত্ব দিয়ে লাভ নেই। সিপিআইএম ‘হার্মাদ’দের মতো উনি আচরণ করছেন বলে তিনি দাবি করেন।