মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক চালক।

0
304

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া : – মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক চালক। ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মাজুরিয়া মোড় সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ১ ব্যাক্তি। সূত্রের মারফত জানা যায় মৃত ব্যক্তির নাম সঞ্জীব কর বয়স ৪৬ বছর। বাড়ি বিষ্ণুপুর থানার ফুলবনি এলাকায়। এদিন ভোরে দুই ব্যক্তি একটি মোটর বাইক করে বাড়ি থেকে বিষ্ণুপুর আসছিল ইসকনের মন্দিরে যাবার উদ্দেশ্যে, এরপর বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়া মোড় সংলগ্ন এলাকায় একটি বিষ্ণুপুর থেকে গরবেতার দিকে যাওয়া একটি চৌদ্দ চাকা লরির সাথে মুখোমুখি ধাক্কা হয়, মোটর বাইকে বসে থাকা দ্বিতীয় ব্যক্তির ছিটকে পড়ে ফুটপাতে এবং বাইক ও বাইক চালককে লরিটি সামনের চাকায় হিঁচড়ে নিয়ে যায় প্রায় দেড়শ মিটার, ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ মৃত ব্যক্তিকে আনা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এই নিয়ে এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয।