বোল্লা মায়ের পূজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের, ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

0
132

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বোল্লা রক্ষাকালি মায়ের পুজো চলছে দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা এলাকাতে। আর সেখান থেকে মায়ের পূজো দিয়ে বাড়ি ফেরার পথে মালদা বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বছর ৫৫ এক বৃদ্ধের। জানা গিয়েছে, মৃত ঐ বৃদ্ধের নাম রবিন মন্ডল(৫৫), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রাঘবপুরে। রবিবার রাতে তিনি বোল্লা মায়ের কাছে পুজো দিতে যান, এরপর তিনি সোমবার সকালে বাড়ি ফেরার পথে গচিয়ার এলাকাতে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পেছন থেকে একটি ছোট গাড়ি এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। সাত সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসতেই স্থানীয়রা ঐ বৃদ্ধকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে ঐ পরিবারে।