পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল মিলে কৃষি ও শিল্প থেকে মানুষকে বঞ্চিত করেছে,শুভেন্দুর নাম করে ওরা খুব বিজেপি নেত্রী মীনাক্ষী মুখার্জির।

0
240

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এবার ময়দানে নেমেছে বাম সংগঠনের ডিওআইএফআই, এই কর্মসূচির নামকরণ করা হয়েছে ইনসাফ যাত্রা, গত ৩রা নভেম্বর থেকে শুরু হয়েছে এই যাত্রা,আজ অর্থাৎ শুক্রবার ৩৬ দিনে পা দিল এই যাত্রা, এই দিন পূর্ব মেদিনীপুর জেলার রাধা মনি থেকে এই যাত্রা পৌঁছবে মেচেদাতে, পরিশেষে সভার মাধ্যমে হবে এই কর্মসূচি, যেখানে বক্তব্য রাখবেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী সহ এক ঝাক নেতৃত্ব, এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে পুরনো তৃণমূল বলে আখ্যা দেন তিনি, তিনি বলেন পুরনো তৃণমূল মানে শুভেন্দু অধিকারী এবং নতুন তৃণমূল যারা এখন তৃণমূলে রয়েছেন তারা একত্রিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার মানুষের অধিকার হরণ করছে, তারই প্রতিবাদে আমাদের এই কর্মসূচি।