ভরা মৌসুমে ফিকে পাখিরালায়!মনক্ষুন্ন পর্যটকরা ।

0
132

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভরা মৌসুমে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চুুপির পাখিরালায়ে এসে বিমুখ হয়ে ফিরছেন পর্যটকেরা। পাখিরালয় সংলগ্ন ছাড়ি গঙ্গা ভরেছে কচুরিপানায়, ফলে ঠিক মতন পাখি দেখতে পারছেন না পর্যটকেরা। একই সাথে পাখিরালয় সংলগ্ন যে পার্ক রয়েছে, সেই পার্ক সেজে ওঠে প্রতিবছরই শীতকালীন নানা ফুলে। কিন্তু এবছর সেখানেও লাগানো হয়নি কোন ফুলের গাছ। একই সাথে পার্কে বসার জন্য কোন ঘাসও লাগানো হয়নি। স্বভাবতই পর্যটকরা এই দৃশ্য দেখে মনক্ষুন্ন হয়ে ফিরে যাচ্ছেন। তাদের দাবি কচুরিপানার জন্য তারা পাখির কাছাকাছি পৌঁছাতে পারছেন না, যার জন্য তারা পাখির ঠিক মতন ছবি তুলতে পারছেন না। অপরদিকে পার্কের সৌন্দর্যায়ন বিলুপ্ত হয়েছে। এইরকম চলতে থাকলে ভবিষ্যতে আর পর্যটক আসবেনা চুপির এই পাখিরালয়ে, এমনই মত পর্যটকদের একাংশের। অন্যদিকে মাঝিদের দাবি এই ছাড়ি গঙ্গা ভরে গেছিল কচুরিপানায়,যেই অংশে পাখি আসে সেই অংশে যাওয়ার জন্য তারা নিজেরাই অল্প কচুরিপানা সরিয়ে,নিজেদের পকেট থেকে টাকা খরচ করে বাঁশ, দড়ি কিনে পাখির স্থানে যাওয়ার রাস্তা করেচ্ছেন। সরকারের তরফ থেকে তাদের সাহায্যের আশ্বাস দেয়া হলেও কিন্তু সেই সাহায্য এখনো মেলেনি। স্বভাবত প্রশাসনের ভূমিকায় তারাও হতাশ। অন্যদিকে,পাখিরালায় চত্বরে লাগাতার কটেজ হওয়াকে কেন্দ্র করে সুর চরিয়েছেন বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়, তিনি বলেন তৃণমূল নেতাদের রঙিন জীবন উপভোগ করার জন্য এই কটেজ তৈরি হচ্ছে। কিন্তু পাখিরালয়ের মূল সমস্যা সমাধানের কোনরকমই উদ্যোগ নেই প্রশাসনের।