INTTUC এর ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন জলপাইগুড়ি সদর ব্লক ১ এর পক্ষ থেকে।

0
243

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ INTTUC এর ২৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন জলপাইগুড়ি সদর ব্লক ১ এর পক্ষ থেকে।বিভিন্ন অঞ্চলে তথা বিভিন্ন ফ্যাক্টরিগুলির ইউনিটগুলোতে সকাল থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রমিকদের সাথে একত্রিত হয়ে আজকের দিনটি উদযাপন করা হলো। এইদিন দলীয় আই এন টিটি ইউসির পতাকা উত্তোলন করেন সদর ব্লক আই এন টিটি ইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র সহ দলীয় নেতা ও কর্মী রা।এরপর শ্রমিকদের সাথে কথা বলে আজকের দিনটি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা হয়।