সবুজায়নের লক্ষ্যে রাস্তায় দাঁড়িয়ে ২০০ গাছ বিলি করল বালুরঘাটের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।

0
368

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন দিনাজপুর বালুরঘাট, ১০ ডিসেম্বর:-  নির্বিচারে গাছ কাটার প্রতিযোগিতা যেন চলছে চারিদিকে। যখন গাছ কেটে নগরায়নে ব্যস্ত সকলে। কোথাও বহুতল আবাসন, আবার কোথাও বিস্তীর্ণ রাস্তা সম্প্রসারণ। সব কিছুতেই বলি হতে হচ্ছে প্রকৃত বন্ধু গাছেদের। তাই সবুজায়নের লক্ষ্যে রাস্তায় দাঁড়িয়ে ২০০ গাছ বিলি করল বালুরঘাটের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা।

কলেজ পড়ুয়ারা বন্ধুবান্ধবদের নিয়ে তৈরি করেছে সংস্থা মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন। এবছর অগাস্ট মাসের দিকে প্রচন্ড গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল সকলেরই। তখনই তারা সিদ্ধান্ত নেয় বৃক্ষরোপণ ছাড়া এর থেকে রেহাই পাওয়ার কোনও উপায় নেই। কিন্তু কিছু জটিলতার কারণে তারা এই কর্মকাণ্ড বাস্তবায়িত করতে পারছিলেন না। অবশেষে বন্ধুরা একজোট হয়ে রবিবার রাস্তায় দাঁড়িয়ে পথ চলতি মানুষদের মধ্যে ২০০ টি বিভিন্ন গাছের চারা বিলি করেন।

কলেজ পড়ুয়া চকভৃগুর বাসিন্দা সোনু সরকার বলেন, ‘আমাদের এই প্রচেষ্টা আশাতীত ভাবে সাধারণ মানুষের সারা পেয়েছে। গাছ আনতেই সাধারণ মানুষ উৎসুক হয়ে এগিয়ে এসে চারা সংগ্রহ করেছেন। আমরা তাদের মধ্যে বৃক্ষছেদন রোধের বার্তা ছড়িয়ে দিয়েছি। তার সঙ্গে আমরা বিভিন্ন ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে চারপাশে বেড়া দিয়ে তার যত্ন করার পরিকল্পনা নিয়েছি।’

টাউন ক্লাব এলাকার বাসিন্দা অপূর্ব দাস আর পাঁচটা দিনের মতোই সকালে বাজারে যাচ্ছিলেন। দেখলেন কিছু নতুন প্রজন্মের ছেলে মেয়েরা গাছ বিলি করছেন। আগ্রহী হয়ে এগিয়ে এসে তিনি একটি গাছ সংগ্রহ করলেন। তার কথায়, ‘বাজারে যাওয়ার পথে গাছ বিলি দেখে উৎসাহিত হলাম। নাম লিখে তাদের কাছ থেকে একটি আম্রপালি গাছের চারা নিয়েছি। চারিদিকে যখন গাছ কেটে নগরায়নে সকলে ব্যস্ত। ঠিক সেই সময় আবার পৃথিবী সবুজে ভরিয়ে তুলতে অল্পবয়সী ছেলেমেয়েদের এই প্রয়াস প্রশংসার দাবি রাখে।’