অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খালি থালা-বাটি নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।

0
250

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- দীর্ঘ ১৫ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পাচ্ছেন না শিশু,প্রসূতি ও গর্ভবতী মায়েরা।অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খালি থালা-বাটি নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে।অভিযোগ উঠেছে বাগমারা পশ্চিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী নাসরীন খাতুন ও রাঁধুনী সাহেরা খাতুনের বিরুদ্ধে।
এই সেন্টারকে অনত্র সরানোর
পাশাপাশি কর্মী ও রাঁধুনীকেও সরানোর জোড়ালো দাবি তুলেছেন অবিভাবকেরা।অভিযোগ,দীর্ঘ ১৫ দিন ধরে এই সেন্টার থেকে খাবার পাচ্ছেন না শিশু ও অন্তঃসত্ত্বা মায়েরা।নিয়মিত সেন্টারে আসেন না ওই কর্মী।সেন্টারে যেদিন খাবার দেওয়া হয় তা খুব নিম্নমানের খাবার দেওয়া হয়।যা শিশুদের মুখে তোলার অযোগ্য।সরকারি নির্দেশিকা ছাড়াই সপ্তাহের প্রতি শনিবার ছুটি রাখেন।কেন্দ্রের কর্মী প্রায়ই দেরি করে আসেন।সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায়।কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায়।পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না।
অঙ্গনওয়াড়ি কর্মী ও রাঁধুনিকে বলতে গেলে তারা তর্কে জড়িয়ে পড়েন।এই সেন্টার থেকে কেউ তাকে সরাতে পারবে না বলে সরাসরি হুমকি দেন বলে অভিযোগ।সিডিপিও আব্দুল সাত্তার জানান,এই সেন্টারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে।তিনবার ওই কর্মীকে শোকজও করা হয়েছে।অভিভাবকেরা লিখিত অভিযোগ করলে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিবেন।