চন্দ্রকোনারোডে BJP কৃষাণ মোর্চার উদ্যোগে আলু বীজ বন্টন শিবিরে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

0
288

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে বিজেপি কৃষাণ মোর্চার উদ্যোগে আলু বীজ বন্টন শিবিরে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,পাশাপাশি এই দিন অসময়ে বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত চাষীদের হাতে আলু বীজ তুলে দেন বিরোধী দলনেতা, প্রসঙ্গত গত বুধবার এবং বৃহস্পতিবার প্রতিবারই বর্ষণের ফলে মাঠে জল জমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় একাধিক কৃষি জমি, যার ফলে চরম চিন্তায় এলাকার আলু চাষিরা,অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সাসপেন্ড প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,তিনি বলেন বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন,আর ওয়েলে নেমেছে সাসপেন্ড হয়েছে, দেখ কেমন লাগে,শুভেন্দু অধিকারী কে যখন সাসপেন্ড করেছিলো তখন বড় বড় কথা বলেছিলেন, অন্যদিকে কলকাতা,ভবানীপুর, আসানসোল সহ একাধিক জায়গায় CBI,ED র হানা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, তল্লাশি তো হবেই, টাকা কোথায় লুকাবে? মাটির ভিতরে লুকালেও খুড়ে বার করবো, চোর ধরো,জেল ভরো, অন্যদিকে মানবাধিকার কমিশনের বৈঠক প্রসঙ্গ নিয়ে তিনি বলেন আমি বৈঠকে যাব কেন, মমতা ব্যানার্জির কোন খারাপ কাজে আমি যাব না, ঠিক এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন জেলা,রাজ্য সহ মন্ডলের একাধিক নেতৃত্ব।