মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের তরফে এবারই প্রথমবার ট্যুরিষ্ট ইনফর্মেশান সেন্টার খোলা হয়েছে।

0
413

আবদুল হাই,বাঁকুড়াঃ- চলতি পর্যটন মরশুমে এক ছাতার তলায় মিলবে মুকুটমনিপুর সংক্রান্ত সমস্ত তথ্য। শুক্রবার এই খবর জানিয়ে খাতড়ার মহকুমাশাসক তথা মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন, মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদের তরফে এবারই প্রথমবার ট্যুরিষ্ট ইনফর্মেশান সেন্টার খোলা হয়েছে। এখানে থেকেই মুকুটমনিপুর সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও এখানে আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রতি ঘন্টায় মাত্র ৫০ টাকার বিনিময়ে ই.সাইকেল পরিষেবা, প্রি ওয়েডিং ফটোশ্যুট, দু’ঘন্টার বিশেষ নৌ ভ্রমণ পরিষেবা চালু হয়েছে। এই সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে বুকিং করা যাবে বলে তিনি জানান। এছাড়াও মুকুটমনিপুরে আসা সমস্ত পর্যটকরা জিম সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে জিম পরিষৃবা গ্রহণের সুযোগ পাবেন বলে তিনি জানান।

প্রসঙ্গত, জল, জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছযভর অসংখ্য পর্যটক ‘বাঁকুড়ার রাণী’ মুকুটমনিপুরে আসেন। বিশেষ করে পর্যটন মরশুমে সেই সংখ্যা আরো কয়েক গুণ বেড়ে যায়। তাই প্রতিটি পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের কথা ভেবে খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমনিপুর উন্নয়ন পর্ষদ সর্বদা সচেষ্ট বলেই জানানো হয়েছে।