শীতের তীব্রতা বাড়তেই রেকর্ড গড়লো নদীয়ার শান্তিপুর মহাশ্মশান।

0
260

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শীতের তীব্রতা বাড়তেই রেকর্ড গড়লো নদীয়ার শান্তিপুর মহাশ্মশান। সোমবার সকাল থেকেই শান্তিপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মৃতদেহর ভিড়। মৃতদেহ শবদাহ করতে আসা মানুষদের দাবি, গত কুড়ি বছরের রেকর্ড ভেঙেছে এ বছর, এত মৃতদেহের লাইন আগে কখনো দেখতে পায়নি তারা। অসংখ্য মৃতদেহর লাইন থাকার কারণে ইলেকট্রিক চুল্লির অপেক্ষা না করে মৃতদেহ পোড়ানো হচ্ছে কাঠের চুল্লিতে। অনেকের অনুমান রাত্রি গড়িয়ে গেলেও মৃতদেহ শবদাহর কাজ শেষ হবে না। মহাশ্মশানে থাকা কর্মরতদের দাবি, প্রত্যেক বছরই শীতের তীব্রতা বাড়তেই মৃতের সংখ্যা বাড়ে, কিন্তু এবছর তা রেকর্ড ভেঙেছে তাই এত মৃতদেহর লাইন। কিন্তু মৃতদেহর সাথে আশা মানুষদের দাবি, এই শ্মশানে দুটি ইলেকট্রিক চুল্লি একটি বন্ধ রয়েছে, আর তার কারণেই মৃতদেহ সৎকারের সমস্যা হচ্ছে। পৌরসভা যদি দুটো ইলেকট্রিক চুল্লি চালু করে তাহলে এই সমস্যা আর হয়তো হবেনা। তবে একপ্রকার বলা যেতেই পারে এই প্রথম শান্তিপুর মহাশ্মশানে ঘটলো বিরল ঘটনা।