শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজ ব্লাড ব্যাংকের ভিত্তি প্রস্তর করলেন শান্তিপুরের বিধায়ক বব্রোজ কিশোর গোস্বামী।

0
304

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে গোটা শান্তিপুরবাসীর। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে আজ ব্লাড ব্যাংকের ভিত্তি প্রস্তর করলেন শান্তিপুরের বিধায়ক বব্রোজ কিশোর গোস্বামী, সাথে ছিলেন শান্তিপুর হাসপাতালে সুপার ডক্টর তারক বর্মন সহ অন্যান্য চিকিৎসকরা। উল্লেখ্য দীর্ঘ বছর ধরেই শান্তিপুর হাসপাতালে একটি ব্লাড ব্যাংক করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেছিলেন শান্তিপুরের একাংশ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা, তারপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। যদিও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, তার কাছেও ব্লাড ব্যাংকের জন্য আবেদন জানানো হয়। সেই মতো রাজ্য সরকারের দেওয়া ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে এই ব্লাড ব্যাংকের। আজ ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তর করার শেষে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, শুধু ব্লাড ব্যাংক নয় পাশাপাশি তৈরি হতে চলেছে নবজাতক শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট, সেখানেও প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে হবে বলে জানান তিনি। পাশাপাশি আর বেশ কিছুদিনের মধ্যেই হাসপাতলে ৪০ লক্ষ টাকা ব্যয়ে হতে চলেছে ইলেকট্রিক্যাল কাজ। সব মিলিয়ে হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়ন ক্ষেত্রে আরো যা ব্যয় হবে তা তিনি বিধায়ক তহবিল থেকে দিয়ে সহযোগিতার হাত বাড়াবে বলে জানিয়েছেন বিধায়ক। অন্যদিকে হাসপাতালে সুপার ডক্টর তারক বর্মন বলেন, বিধায়ককে অসংখ্য ধন্যবাদ তিনি নির্বাচনের পর থেকেই হাসপাতালের উন্নয়নের জন্য বারেবার মিটিং করেছেন, হাসপাতালের উন্নয়নের ক্ষেত্রে যে টাকা স্যাংশন হয়েছে তার ব্যবস্থা বিধায়ক নিজেই করেছেন। অন্যদিকে বুধবার হাসপাতালের ব্লাড ব্যাংকের ভিত্তিপ্রস্তরের পর গোটা হাসপাতাল চত্বর খতিয়ে দেখেন বিধায়ক।