পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকায় সাইকেলে ঘুরে ঘুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং তামাক বর্জনের প্রচার করছেন বাঁকুড়ার রানিবাঁধের যুবক বিপ্লব সিং।

0
61

আবদুল হাই, বাঁকুড়াঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানা এলাকায় সাইকেলে ঘুরে ঘুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং তামাক বর্জনের প্রচার করছেন বাঁকুড়ার রানিবাঁধের যুবক বিপ্লব সিং। সোমবার জঙ্গলমহলের ওই যুবককে ইন্দাসের গোবিন্দপুরে স্থানীয় বাসিন্দারা সংবর্দ্ধনা দেন। এবং কেক খাইয়ে লক্ষে এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। তাঁর লক্ষ্য আগামী দিনে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করা।
স্থানীয় বাসিন্দা রাখহরি মালিক বলেন, বড়োদিনে আমরা বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাচ্ছি। কিন্তু জঙ্গলমহলের যুবক বিপ্লব সিং ভারতমাতার জাতীয় পতাকা নিয়ে সাইকেলে করে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। তাঁর ওই উদ্যোগ ও পরিশ্রমকে আমরা কুর্ণিশ জানাই।
বিপ্লববাবু বলেন, চলতি মাসের ৩তারিখে বাড়ি থেকে বেরিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন থানা এলাকা সফর করছি। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং তামাক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছি। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা, ধুমপান না করার কথা মানুষকে বলছি। আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।