দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের ১৩ জন শ্রমিককে ফিরিয়ে আনলো ভারতের বিদেশ মন্ত্রক।

0
54

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরের ১৩ জন শ্রমিককে ফিরিয়ে আনলো ভারতের বিদেশ মন্ত্রক। দিন কয়েক আগে কত ১১ তারিখে এই শ্রমিকদের নামের তালিকা বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিলেন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

উল্লেখ্য গত এক তারিখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিকদের কাজের প্রলোভনে দুবাই নিয়ে যাওয়া হয়। ৬ তারিখে দুবায়ে পৌছিয়ে শ্রমিকেরা জানতে পারেন তাদের কম পারিশ্রমিক এবং অতিরিক্ত কাজ করানো হচ্ছে। দেশে ফিরতে চাইলেও ফিরতে দেওয়া হচ্ছে না। একটি ভিডিও বার্তার মাধ্যমে শ্রমিকেরা তাদের পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকেরা বিজেপি রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিষয়টি জানালে সুকান্ত মজুমদার তাদের ফিরিয়ে আনার আশ্বাস দেন। এরপর সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করে ওই শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে তার হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেন।

সেদিন রাজ্যের ১৪ জন দেশে ফিরে আসেন। তাদের মধ্যে দশজন এদিন বালুরঘাট হাওড়া এক্সপ্রেস এ গঙ্গারামপুর স্টেশনে পৌঁছায়। সেখানে বিজেপির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেওয়ার পর বিদেশ মন্ত্রকের তৎপরতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ‌হয়েছে। সুকান্ত মজুমদারের এই প্রচেষ্টায়, খুশি বিদেশ থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের লোকেরা।