ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট, রংধামালি, নয়নতারা, ভান্ডিগুড়ি, চিলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হলো।

0
68

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর :- আবগারি দপ্তরের অভিযানে ডেঙ্গুয়াঝাড় টি এস্টেট, রংধামালি, নয়নতারা, ভান্ডিগুড়ি, চিলিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হলো। ৫০ লিটার অবৈধ চোলাই মদের পাশাপাশি বৃহস্পতিবার উদ্ধার হয় মদ তৈরির ৬০০ লিটার ফার্মেন্টেড ওয়াশ ৭০০ কেজি গুড়, ৩৫০ কেজি অবিকৃত পাচওয়াই সহ আরও বিভিন্ন সরঞ্জাম। অবশ্য এই অভিযানে কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই জানা যায়।

জানা গেছে দীর্ঘদিন ধরে কোতোয়ালী থানার অধিনস্থ এই এলাকাগুলোতে মদের কারবার চলছিল। অভিযোগ এই কারবারিরা অবৈধ মদ তৈরি করে বিভিন্ন গোপন ডেরায় মজুত করে সেগুলো জেলার নানান জায়গায় সরবরাহ করতো। আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, কিছুদিন ধরেই খবর আসছিল যে সদর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমানে চোলাই মদ তৈরি এবং মজুত করা হচ্ছে। সেই খবর অনুযায়ী এদিন পুরো প্রস্তুতির সঙ্গে জলপাইগুড়ি সদর আবগারি সার্কেলের সমস্ত টিম নিয়ে এই অভিযান চালানো হয়।