বাংলাদেশে পাচার করতে গিয়ে ঝোপঝাড়ে জল নিষ্কাশনের ড্রেনের মধ্যে পড়ে রইলো একটি ভিন রাজ্যের সাদা রংয়ের বোল্ডার গরু।

0
114

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর -২৯ শে ডিসেম্বর:- বাংলাদেশে পাচার করতে গিয়ে ঝোপঝাড়ে জল নিষ্কাশনের ড্রেনের মধ্যে পড়ে রইলো একটি ভিন রাজ্যের সাদা রংয়ের বোল্ডার গরু। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী হাই স্কুলের পিছনে সাদা রঙের একটি বোল্ডার গরু পড়ে থাকতে দেখে ভিড় জমাতে থাকেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা অনিল মহন্ত জানান যে ভিন রাজ্যের এই গরুটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আরো অন্যান্য গরুর সাথে এই গরুটিও হিলির সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল। কিন্তু পাচারকারীদের অসাবধানতার কারণে বিশাল আকারের এই সাদা রঙের গরুটি ড্রেনের মধ্যে ঢুকে যায়। পরবর্তীতে গরু পাচারকারীরা অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি এই গরুটিকে। স্বাভাবিক কারণে ছেড়ে চলে যেতে বাধ্য হয় গরু পাচারকারীরা। এলাকার প্রাক্তন বেদ সদস্য সুজন ঘোষ জানিয়েছেন যে দেশে পাচারের উদ্দেশ্যে এই গরুটি আনা হয়েছিল। তিনি বলেন হরিয়ানা বা রাজস্থান থেকে এই গরুটি আনা হয়েছিল। মাঝে মাঝে কুয়াশার সুযোগ কে কাজে লাগিয়ে গরু পাচারকারীরা বাংলাদেশে গরু পাচারের জন্য সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন হরিয়ানা বা রাজস্থান থেকে কিভাবে এই গরুগুলি আসছেএই প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রতিবেশী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে।তিনি বলেন বিএসএফ সীমান্ত পাহারায় কড়া নজরদারির কথা শুনা গেলেও কি ভাবে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে এ নিয়ে বিএসএফকে আরও করা হতে মোকাবেলা করতে হবে বলে তিনি জানিয়েছেন।পরবর্তীতে হিলি থানার পুলিশ এসে গরুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে গরু পাচারের সঙ্গে কারা যুক্ত এ নিয়ে অন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।