গঙ্গারামপুরে হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় গ্রেপ্তার আরও ৪।

0
67

গঙ্গারামপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনায় নিন্দার ঝড় এলাকাজুড়ে।এদিকে মাদ্রাসায় চুরির ঘটনায় আরো ৪ জনকে গ্রেপ্তার করলো পুলিস। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি।পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন বিদ্যালয়ের ছাত্র রুহান সরকার(১৮) বাড়ি গঙ্গারামপুর থানা রথিনাথপুর এলাকায়,আরিফুল ইসলাম(২৪) বাড়ি চাম্পাতলী এলাকায়,  ইরফান হোসেন(২৪)বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায়।পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের আরো এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনা ঘটে।ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।তদন্তে নেমে পুলিশ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহ আরো একজনকে গ্রেফতার করে।তাদেরকে জেরা করতেই বাকি কথা জানতে পারে পুলিশ।বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।সেইসঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলোরো গাড়ি।বিদ্যালয়ের ছাত্রদের এমন  কাণ্ড প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় গোটা এলাকাজুড়ে।শুক্রবার ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।এই বিষয়ে বিদ্যালয়ের পঞ্চায়েত নমিনি তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত বাইট সুশান্ত ভট্টাচার্য(গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি)