মালদার ভারত বনধ কর্মসূচি পালন করছেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার আম্বেদকর মোড়ে ।

0
44

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- সারনা ধর্মের পৃথক কলম কোড লাগুর দাবীতে ধর্মঘট। মালদার ভারত বনধ কর্মসূচি পালন করছেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার আম্বেদকর মোড়ে । আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই চলছে পথ অবরোধ কর্মসূচি। আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার ভারত বনধের প্রভাব পড়ল মালদহে। শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযানের আদিবাসী সংগঠন। এই মর্মে বামনগোলা ব্লকের আম্বেদকার মোড়ে ধামসা মাদল বাজিয়ে হাতে তীর ধনুক নিয়ে ধর্মঘট নামলো আদিবাসী সিঙ্গেল অভিযানের সংগঠের কর্মীরা। যদিও মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে অন্যদিকে ছোট বড় যানবাহন বন্ধুর মুখে পড়ে আটকে রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী । এদিকে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন।