আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বন্ধে কলকাতা গামী তেভাগা এক্সপ্রেস আটকে দিল সিঙ্গেল অভিযানের সদস্যরা।

0
75

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা বন্ধে কলকাতা গামী তেভাগা এক্সপ্রেস আটকে দিল সিঙ্গেল অভিযানের সদস্যরা। সর্নাধরমকোট চালু সহ মোট ৬দফা দাবিতে আজ ৩০সে ডিসেম্বর ভারত বন্ধ এবং চাক্কা জ্যাম অভিজানে নেমেছে আদিবাসী সমর্থকরা। এছাড়াও বালুরঘাট শহরে সরকারি বাস চলাচল স্বাভাবিক থাকলেও বেসরকারি সমস্ত বাস বন্ধ রয়েছে। শহরজুড়ে পুলিশের পাহারা থাকলেও বন্ধ সমর্থকদের এখনো পর্যন্ত বালুরঘাট শহরে রাস্তায় দেখা যায়নি। কিন্তু বেলা সাতটা বেজে গেলেও সরকারি বাস প্রতিদিনের মত স্বাভাবিক ভাবেই চলেছে বলে সূত্র মারফত খবর। এবং বেসরকারি কোন বাস রাস্তায় দেখা যায়নি এছাড়াও দোকানপাট বেশিরভাগ বন্ধ রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত বালুরঘাট বড়বাজার বন্ধ রয়েছে বলে খবর।