বুধবার থেকে বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হলো আয়ুষ স্বাস্থ্য মেলা।

0
134

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আযূরবেদ চিকিৎসায় মনোনিত করতে বুধবার থেকে বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত হলো আয়ুষ স্বাস্থ্য মেলা। চলবে শুক্রবার পর্যন্ত।বুধবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ধমান টাউন হলে এই আয়ুষ মেলার উদ্বোধন করেন বর্ধমান জেলার সি এম এইচ ও জয়রাম হেমব্রম,এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি এম এইচ ও ২ সহ জেলার অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

এদিনের আয়ূষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে রায়না ২ ব্লকের বি পি এস সি মৌ চট্টপাধ্যায় বলেন এই মেলা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি চিকিৎসার পাশাপাশি আয়ুষ চিকিৎসা মানুষের মধ্যে তুলে ধরতে এই মেলার আয়োজন হল বলে জানান তিনি। এই মেলাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারী গাছ যেমন তুলসী, অর্জুন থেকে শুরু করে বিভিন্ন রকম উপকারী গাছ। মূলতঃ আয়ুষ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। পাশাপাশি এই মেলা উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে কুইজ, যোগা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।