জি আই ট্যাগের স্বীকৃতি পেল ফুলিয়ার টাঙ্গাইল শাড়ি।

0
97

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  টাঙ্গাইল কথাটার উৎপত্তি ওপার বাংলা থেকে। টাঙ্গাইল বর্তমান বাংলাদেশের একটি জেলার নাম। দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধেন নদীয়ার ফুলিয়াতে, আর বেশ কিছু মানুষ পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রাম ও সমুদ্রগড়ে। এই এলাকাগুলোতে হস্ত চালিত তাঁতে যে শাড়ি তৈরি হয় তা টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করে। সম্প্রতি পশ্চিমবঙ্গের এই টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পেল। যদিও শংসাপত্র পাওয়া সময়ের অপেক্ষা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ ও বীরভূমের গরদ ও কোরিয়াল শাড়িও পেতে চলেছে জি আই ট্যাগ। এছাড়াও জি আই ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালু নুনিয়া চাল যা প্রিন্স অফ রাইস নামে খ্যাত।
প্রসঙ্গত, যে সময়ে মেশিনে বোনা এবং সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ির দৌরাত্ম্যে হস্তচালিত তাঁতের শাড়ি কোণঠাসা হতে হতে অধিকাংশ হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ তাঁতি বিকল্প রুজির সন্ধানে আপন পরিবার ছেড়ে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কর্মরত, টাঙ্গাইল শাড়ি জি আই ট্যাগ পাওয়ায় তারা ফিরতে পারবে কি নিজের বাড়িতে ? আবার কি চালু হবে হস্ত চালিত তাঁত ? তবে জিআই ট্যাগের স্বীকৃতি পেতেই নিজের টুইটারে তা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।