ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি।

0
64

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো আজ বর্ধমান শহরে। বর্ধমান শহরের স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত তারা মিছিল করে বিক্ষোভ দেখান। মূলত তাদের দাবি হলো উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো। যিনি তার জমির দলিলে এক জাতি এবং তার সার্টিফিকেটে অন্য এক জাতি লিখে রেখে দিয়েছেন। তাছাড়া আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হয়েও তিনি বিধানসভায় আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত সিটে দাঁড়িয়ে কি করে জন প্রতিনিধি হয়েছেন। তাই তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা আদিবাসী সমাজ। শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই বিক্ষোভ মিছিল কর্মসূচিতে শামিল হন। ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার সর্দার বলেন, মূলত সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত না হয়েও যেভাবে বিধানসভায় আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করছেন তার বিরুদ্ধে গর্জে উঠেছি আমরা। বিভিন্ন জায়গায় জানিয়েও আমাদের এই দাবির কোন সমাধান হয়নি। তাই আজ আমরা পূর্ব বর্ধমান জেলাতে বৃহত্তর আন্দোলনের পথে নেমেছি। আমরা জেলাশাসকের সঙ্গে দেখা করব যতক্ষণ না পূর্ব বর্ধমান জেলাশাসক আমাদের সঙ্গে দেখা করছেন কতক্ষণ আমরা এখান থেকে উঠবো না। তিনি জনসাধারণের জন্য জেলা শাসক তাহলে কেন তিনি আমাদের সঙ্গে দেখা করতে চাইবেন না।