নিজস্ব সংবাদদাতা, মালদা: – তিন দিন ধরে সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায়। আগামী ২২,২৩ ও ২৪ জানুয়ারি মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এসএফআইয়ের রাজ্য সম্মেলন। তারই প্রস্তুতি বৈঠকে সিপিএমের জেলা কার্যালয় মিহির দাস ভবনে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র, এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।
এদিন বামপন্থী বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিলেন বৈঠকে। ৪৩ বছর পর এসএফআই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন,জ্যোতি বসু গবেষণা কেন্দ্রর জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছেন বহু মানুষ। কলকাতায় তৈরি হবে সেই ভবন। সেখানে সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রায় ৪৩ বছর পর মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআইয়ের রাজ্য সম্মেলন। সেই সম্মেলন সার্থক করতে বহু মানুষ এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ছোট ছোট অনুষ্ঠান করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন তিনি। রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয় শাজাহান। এই বিষয়ে তিনি বলেন শুধু একজন নয় পুরো তৃণমূলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত।