বেসরকারি হসপিটালে পাঠ্যরতা ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য বর্ধমান দু’নম্বর ব্লকের বাম এলাকায়।

0
80

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: – বর্ধমান দু’নম্বর ব্লক এর বাম এলাকার এক নামি বেসরকারি হসপিটালে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপার্টমেন্টে পাঠ্যরতা এক ছাত্রী অস্বাভাবিক মৃত্যুর ঘিরে চাঞ্চল্য এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বাঁকুড়া জেলার জয়রামবাটী এলাকার বাসিন্দা ওই ছাত্রী।বছরখানেক আগে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে ভর্তি হয় ওই বেসরকারি হসপিটালে। ওই ছাত্রী বাম এলাকাতেই ভাড়া থাকতো। তারপরই হঠাৎ গতকাল সন্ধ্যেবেলায় ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। ছাত্রীর বাবা শুভেন্দু বেড়া ক্যামেরার সামনে অভিযোগ করে বলেন, ডিপার্টমেন্টের ইনচার্জ তার মেয়েকে নাকি কুনজরে দেখতে।। গতকাল সন্ধ্যায় যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক আমাকে ফোন করে আমার মেয়ের এই অবস্থার কথা জানান। তারপরই আমরা এখানে উপস্থিত হই। যদিও এই বিষয়ে বেসরকারি হাসপাতালে কর্তৃপক্ষ এখনো আমাদের সঙ্গে কোন কথা বলেনি। ছাত্রীর বাবার শুভেন্দু বেড়া আরো জানান, আমার সন্দেহ দরজায় খিল না লাগানো অবস্থায় কি করে আত্মহত্যা করল। আমরা শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করেছি আমি চাই পুলিশ পূর্ণ তদন্ত করুক এই ঘটনার। আমার যেমন কল খালি হয়ে গেছে আর অন্য বাবা বা মায়ের এরকম না হয়। অন্যদিকে বেসরকারি হসপিটালের অপারেশন ম্যানেজার অভিষেক ব্যানার্জি বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটি সত্যি খুব দুঃখজনক। মেয়েটি খুব শান্ত প্রকৃতির ছিল। সবার সঙ্গেই ভালো ব্যবহার করত। তবে পরিবারের সদস্যরা যে অভিযোগ করছে সেটা একেবারেই মিথ্যা। পুলিশ তদন্ত করছে আমরাও চাই আসল সত্য বেরিয়ে আসুক।