রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ রাষ্ট্রপতির ছোট মূর্তি তৈরি করে দ্রপদী মুর্মুর হাতে তুলে দিতে চান।

0
81

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ 1995 সাল থেকে ছোট ছোট হাতের কাজ করেন ছোট দুর্গা হাফ ইঞ্চি থেকে 5মিলিমিটারের দুর্গা তৈরি ছাড়াও তিনি নানা ধরনের কাজ করে আসছেন। বর্তমান বয়স 62 বছর। শিল্প কর্ম 35 বছর থেকে শুরু করেছিলেন। তার আফসোস তার এই শিল্প কর্ম যত্ন করে রেখে দেবার মতো পরিস্থিতি নেই। তিনি বিগত প্রাক্তন রাষ্ট্রপতির ছোট মূর্তি তৈরি করে তাদের হাতে তুলে দিতে পারিনি। তবে এইবার তিনি রাষ্ট্রপতি দ্রপদী মুর্মুর হাতে তুলে দিতে চান।