পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শ্রী শ্রী বর্গভীমা মায়ের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে।

0
77

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শ্রী শ্রী বর্গভীমা মায়ের মন্দিরে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে। তার সঙ্গে ছিলেন আরো অনেক রাজ্য, জেলা ও তমলুক নগর মন্ডল এর নেতৃত্ব ও কর্মীবৃন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আওয়ানে সারাদেশ জুড়ে গত ১৪ জানুয়ারি থেকে ২১ তারিখ পর্যন্ত চলছে মন্দিরে মন্দিরে স্বচ্ছতা অভিযান। তারই অঙ্গস্বরূপ আজকের এই অভিযান। কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে তমলুকের শ্রী শ্রী বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেন এবং মন্দির চত্বর পরিস্কারে হাত লাগান। এই কার্যক্রমের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গল পান্ডে বলেন ২২ তারিখে রাম মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি এ রাজ্যে তৃণমূলের কর্মসূচি সঠিক নয়। তিনি আরো বলেন, রাম মন্দির প্রতিষ্ঠা একটা ঐতিহাসিক কার্যক্রম। সারাদেশ নয়, সারা পৃথিবী এই দিনটির জন্য অপেক্ষা করে আছে। ওই দিনেই কোন ব্যক্তি বা দল যদি রাজনীতি করার জন্য মিছিল করে, সেটা সনাতন ধর্মের উপর আঘাত। এটা ঠিক নয়।