নবদ্বীপ পৌরসভার প্রচেষ্টায় বাজ পড়ে মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।

0
83

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নবদ্বীপ পৌরসভার প্রচেষ্টায় বাজ পড়ে মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর অরবিন্দ নগর এলাকায় মৃত মৎস্যজীবী পঙ্কজ রাজবংশীর পরিবারের সাথে দেখা করে তার পরিবার সদস্যদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। প্রসঙ্গত, গত আগস্ট মাসের ২৫ তারিখে ভাগীরথী নদী তে মাছ ধরার সময় বজ্রপাতের কারণে নৌকো থেকে জলে পড়ে তলিয়ে যান পঙ্কজ রাজবংশী। পরের দিন নদীগর্ভ থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। মৃত পঙ্কজ রাজবংশীর পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও ছোট ৩টি সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন পঞ্চম শ্রেণী ও অপরজন প্রথম শ্রেণীতে পড়াশোনা করে। পঙ্কজের রাজবংশী সংসারে একমাত্র রোজগেড়ে ব্যক্তি ছিলেন। যার কারণে তাঁর অকাল মৃত্যু ঘটনায় চরম আর্থিক অনটনের মধ্যেদিয়ে দিন কাটাতে শুরু করেন রাজবংশী পরিবারের সদস্যরা। তাদের এই দুর্দশার কথা জানতে পেরে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পৌরসভা। এরপর পৌরপতির পৌরহিত্যে সরকারি ভাবে দু লক্ষ টাকা অনুদানের ব্যবস্থা করে নবদ্বীপ পৌরসভা। সেইমত এই দিন দুপুরে মৃত মৎস্যজীবী পঙ্কজ রাজবংশীর অসহায় পরিবারের সাথে দেখা করে তাদের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন পৌরপতি। পাশাপাশি আগামী দিনে তাঁর দুই শিশু সন্তানের পড়াশোনা করার ক্ষেত্র ছাড়াও যে কোনো রকম সমস্যায় নবদ্বীপ পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। পৌরপতির উদ্যোগে নবদ্বীপ পৌরসভার এই আর্থিক সহযোগিতায় ভীষণভাবে উপকৃত হলেন বলে জানান মৃত পঙ্কজ রাজবংশীর স্ত্রী তুলসী রাজবংশী।