নারী শিশু সুরক্ষা ও সাইবার ক্রাইম প্রতারনা নিয়ে আইনি সচেতনায় উপস্থিত আদালতের বিচারকরা।

0
69

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের আঁড়র পঞ্চ পল্লী উৎসব মঞ্চে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা জজ কোর্টের বার অ্যাসোসিয়েশন এর অ্যাডভোকেট বিচারকরা উপস্থিত থেকে বিভিন্ন ধরনের আইনি বিষয়ে আলোচনা করেন। আইন সম্পর্কে সচেতনতা করা হয়, মামলা কি ভাবে হয়, আইন কিভাবে তৈরি হয়, দুর্ঘটনায় প্রতক্ষ্যদর্শীর কাছে আইনি নোটিশ এলে কি করতে হবে, তাঁর পাশাপাশি নারী শিশু সুরক্ষার বিষয়ে সচেতনতা করা হয়। পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ ও গৃহবধূ নির্যাতন প্রতিরোধ সহ সাইবার প্রতারনা নিয়ে সচেতনতা হয়। বর্তমান সময়ে সাইবার ক্রাইমের মাধ্যমে কিউবার কোড বা স্ক্যানারের মধ্য দিয়ে ব্যাঙ্ক জালিয়াতি হয় সেবিষয়েও সচেতনতা করা হয়। এমন কি বিদ্যুৎ দপ্তরের ফেক নাম করে মানুষকে ফ্রট করে টাকা আত্মসাৎ করা হয় এমন নিয়েও সচেতনতা করা হয়। এমন কি গ্রাহক সেবা কেন্দ্র থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা জমা, তোলা হয়, সেখানেও অনেক সময় প্রতারনার শিকার হতে হয় সাধারণ মানুষকে, সেক্ষেত্রেও সচেতন করা হয়। এমনকি এসমস্ত বিষয়ে কি ভাবে সাধারণ মানুষ যোগাযোগ করবে সে বিষয়ে একটা ফোন নং দেওয়া হয় সাধারণ মানুষকে। এবং একটি করে আইনি সুরক্ষা সচেতনতা হ্যান্ডবিল বিলি করা হয়।