বিপ্লবী সুভাষ চন্দ্র বসুর প্রতি রানাঘাটের শ্রদ্ধার্ঘ্য।

0
89

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার নেতাজির 128 তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে সারা জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে নানা অনুষ্ঠান। তবে রানাঘাটে নেতাজির প্রতি আলাদা টান অনুভব করে। প্রত্যেক বছর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রানাঘাট শহরে 1925 সালে 31 শে জুলাই রানাঘাট স্পোর্টিং ক্লাবে পদার্পণ করেছিলেন রানাঘাট স্পোর্টিং ক্লাবে তিনি এসে দ্বার উদঘাটন করেছিলেন তখন তিনি কলকাতার মেয়র ছিলেন। তার যে রাস্তা দিয়ে এসেছিলেন এবং গিয়েছিলেন সেই রাস্তার নাম সুভাষ এভিনিউ রাখা হয়। এছাড়া তার মূর্তি বসানো হয়। সেই থেকে নেতাজির জন্মদিন টা আলাদা মাত্রা পায় রানাঘাটে।
নেতাজি যে পথে হেঁটেছিলেন সেই সড়কটির নাম Subhas Avenue রাখার অন্যতম কারণ তিনি এই রাস্তার ওপর দিয়ে গিয়েছিলেন। এসেছিলেন রানাঘাট Sporting Club-এ।
1931- India.. ভারতবর্ষ তখন অগ্নিগর্ভ। গান্ধী আরুইন চুক্তি ও গোলটেবিল বৈঠক নিয়ে চারিদিকে তখন আন্দোলন । সেই সময়ে রানাঘাটে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তিনি তখন কলকাতা কর্পোরেশনের মেয়র। 25th July, 1931 স্পোর্টিং এ্যাসোসিয়েশনের পঞ্চমবার্ষিক প্রতিষ্ঠা দিবসে নতুন ভবনের দ্বারোদঘাটন করেন তিনি। তবে সেই দিনে সুভাষ চন্দ্র বসুকে কাছে পেয়ে রানাঘাট বাসীর মনে কি প্রতিক্রিয়া হয় তা জানা যায় নি। কারন সেই সময়ের প্রতক্ষ্যদর্শীদের মধ্যে প্রায় সবাই আজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু শোনা যায় তিনি রানাঘাট স্টেশনে নামার পর একটি রাজনৈতিক বক্তৃতা দেন। তারপর পায়ে হেটে ক্লাবের দিকে যান । তিনি যে পথ দিয়ে হেটে ছিলেন, সেই রাস্তার নামকরন হয়ে হয় “সুভাষ এভিনিউ “। এটা বিপ্লবী সুভাষ চন্দ্র বসুর প্রতি রানাঘাটের শ্রদ্ধার্ঘ্য। 5তসেই রাস্তার ওপরেই তার এই মূর্তিটি স্থাপন করা হয়। আজকের দিনে সেই মূর্তিতে মাল্যদান করে বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা সংঘটন।