গাড়ির কর বাবদ ৫ কোটি টাকার যাবতীয় বকেয়া আদায়ে জোড় উদ্যোগ জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের।

0
110

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  গাড়ির কর বাবদ ৫ কোটি টাকার যাবতীয় বকেয়া আদায়ে জোড় উদ্যোগ জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তরের। নিদিষ্ট সময়ের মধ্যে বকেয়া প্রদানে মুকুব হচ্ছে ফাইন। গত ১৫ দিনে মাত্র ২৫ লক্ষ টাকা বকেয়া আদায় হয়েছে বলে খবর জেলা পরিবহণ দপ্তর সূত্রে। বাকি বকেয়া আদায়ে একাধিক পরিকল্পনা নিয়েছে এই দপ্তর।
ট্রান্সপোর্ট নন-ট্রান্সপোর্ট মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় ২০ হাজার গাড়ির বকেয়ার পরিমান ৫ কোটি টাকা। এরমধ্যে রয়েছে গাড়ির ফিটনেস, পারমিট,রোড ট্যাক্স, সার্টিফিকেট ইত্যাদি। এরমধ্যে সার্টিফিকেট ফেল রয়েছে ৮০০ গাড়ির। এছাড়া ৩০০ ফিটনেস ফেল। পরিবহণ ক্ষেত্রে এই বকেয়া আদায়ে সক্রিয় জেলা প্রশাসন। এই বকেয়া আদায়ে ডেটা বের করে গাড়ির মালিকদের নোটিশ পাঠানো হচ্ছে। অতিরিক্ত ক্যাশ কাউন্টার খোলা হয়েছে। গাড়ির মধ্যে লিফলেট ব্যানার টাঙ্গানো হচ্ছে। চলছে মাইকিং।
জেলা আঞ্চলিক পরিবহণ দপ্তর আধিকারিক সুজয় সাধু বলেন, রাজ্য সরকারের নির্দেশে এই বকেয়া আদায়ে আমরা ফাইন মুকুব করছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ট্যাক্স দেননি তারা ৩১ জানুয়ারির মধ্যে দিলে ১০০ শতাংস ফাইন মুকুব হবে। এছাড়া পারমিট, সিএ বা অনান্য ক্ষেত্রে ৩১ জানুয়ারির মধ্যে বকেয়া জমা করলে ১০০ শতাংস ফাইন মুকুব হবে। ২৯ ফেব্রুয়ারির মধ্যে দিলে সেটা ৮০ শতাংস মুকুব হবে। এর সুফল ট্রান্সপোর্ট নন-ট্রান্সপোর্ট দুপক্ষর মালিকই নিতে পারবে। সেটা আমরা বোজাচ্ছি। এরজন্য বাস, লরি সহ অনান্য গাড়ি সংগঠনগুলির সঙ্গে বৈঠক হয়েছে।