বাণী বন্দনা সন্মাননা ২০২৪।

0
68

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-  বাংলার সংস্কৃতির অন্যতম গুরুপূর্ণ উৎসব স্বরস্বতী পুজো,বাঙালির ভেলেন্টাইন ডে বলে পরিচিত এই উৎসবের দিনেই এই বছর ভেলেন্টাইন ডের ও অফিসিয়াল উদযাপন। কোলকাতার স্কুল কলেজ গুলিতে দারুন উদ্দীপনা নিয়ে আয়োজিত হলো এই উৎসব।ছাত্র ছাত্রীদের এই আয়োজন কে উৎসাহ দিতে We are The Common People এবং Hello kolkata এর উদ্যোগে আয়োজিত হলো বাণী বন্দনা সন্মাননা ২০২৪।

কোলকাতার একশো টির বেশী শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমৃদ্ধ এই কর্মসূচী তে বাঙালিয়ানা কে কুর্নিশ জানালো সংস্থা দুটি। আয়োজক দের তরফ থেকে শুভজিৎ দত্তগুপ্ত জানান কোনো প্রতিযোগিতা নয় অংশগ্রহণকারী সমস্ত প্রতিষ্ঠান ই এই সন্মাননার ভাগীদার , আমাদের প্রচেষ্টা এই পুজো কে সামনে রেখে যেভাবে ছাত্র ছাত্রী রা নিজেদের শৈল্পিক ভাবনা কে বিকশিত করছেন সেটির যেন আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে।