জোরে বক্স বাজানোর অভিযোগে সাউণ্ড সিস্টেম তুলে আনল পুলিশ।

0
91

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে একটি সরস্বতী পুজো। কিন্তু এই পুজোর সময় শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সরস্বতী পুজোর সেই অনুষ্ঠানে জোরে বক্স বাজানোর অভিযোগে বীরভূম জেলার মাড়গ্রাম থানার দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে গোপালপুর গ্রাম থেকে সাউণ্ড সিস্টেম তুলে আনল মাড়গ্রাম থানার পুলিশ। সরস্বতী পুজো মানেই মাইক, বক্সের দাপট। তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের তরফে কোনও পুজো কমিটিকে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে প্রতি বারই কম আওয়াজে মাইক বাজানোর আবেদন রাখা হয়। কিন্তু অধিকাংশ পুজো কমিটিই তা কানে তোলে না। মাইকের শব্দে নাজেহাল হতে হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। এ বার লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়াই হয়নি। তবুও জোরে বক্স বাজানোর জেরেই গোপালপুর গ্রাম থেকে সাউণ্ড সিস্টেম তুলে আনল মাড়গ্রাম থানার পুলিশ। উল্লেখ্য, মাড়গ্রাম থানা এলাকায় সরস্বতী পুজোর সংখ্যা প্রায় অগুণতি। এক-একটি পাড়ায় অনেকগুলি করে পুজো। সব পুজো মণ্ডপেই সাউন্ডবক্সের ব্যবস্থা ছিল। একাধিক পুজো মণ্ডপে গিয়ে দেখা গিয়েছে, নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। সাউন্ডবক্সে ঘোষকের ঘোষণা শোনা গিয়েছে। মাঝে-মাঝে গান। তবে তা নিচু আওয়াজে হওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ সমস্যায় পড়তে হয়নি বলে দাবি উদ্যোক্তাদের।