খয়রাশোল ব্লকে নির্মাণ সহায়কদের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন।

0
79

খয়রাশোল, সেখ ওলি মহম্মদঃ- MGNREGS এর একাউন্ট ভেরিফিকেশন করতে গিয়ে দুষ্কৃতিদের হামলার মুখে পড়তে হয় গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও তার সহায়ককে। সেই ঘটনার পর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে তাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কাঁকরতলা থানায় পাঁচ জনের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়। কিন্তু সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের তরফেও মেলেনি কোন সদুত্তর। আর তাই এবার খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বসে বিক্ষোভ দেখালেন ১০ টি পঞ্চায়েতের সমস্ত নির্মাণ সহায়ক ও সহায়করা। পাশাপাশি তাদের তরফে দেওয়া হল ডেপুটেশনও। মূলত দুষ্কৃতীরা এখনও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা । আর তাই তাদের এই বিক্ষোভ বলে জানান পঞ্চায়েতের নির্মাণ সহায়করা। প্রসঙ্গত,চলতি মাসের ১৫ই ফেব্রুয়ারি খয়রাশোল ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক দেবাশীষ মিশ্র ও সহায়ক ধনঞ্জয় সরকার রসা গ্রামে MGNREGS একাউন্ট ভেরিফিকেশন করতে গেলে তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা বলে অভিযোগ । তাদের উপর লাঠি, বাঁশ, কিল-ঘুষি মেরে আক্রমণ করা হয়। কাঁকরতলা থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। এখনও পর্যন্ত অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতাই ভুগছেন খয়রাশোল ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের সরকারী কর্মীরা। আজ পঞ্চায়েতের নির্মাণ সহায়করা পেনডাউন রেখে কর্ম বিরতি পালন করেন। পাশাপাশি আজ দুপুরে খয়রাশোলের বিডিও অফিসের ভেতরে অবস্থানে বসেন কর্মীরা। তাঁদের দাবি, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার ফলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খয়রাশোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি জানান, যাঁরা এই কাজ করেছে তাঁদের বিরূদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।