জটেশ্বর সাহা পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আনুষ্ঠানিক ভাবে শুরু হলো।

0
54

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার আলিপুরদুয়ার জেলা ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহা পাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন আনুষ্ঠানিক ভাবে শুরু হলো। আয়োজনে জটেশ্বর সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটি। এদিন বিকালে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ওই শোভাযাত্রাটি জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জটেশ্বর সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির কমিটি তরফে জানা গিয়েছে, এ যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায় অংশগ্রহন করতে আসছেন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম সহ বিভিন্ন এলাকার কীর্তন গানের শিল্পীরা। এছাড়াও আগামী ২৮ শে ফেব্রুয়ারি বহিরাগত শিল্পী সমন্বয়ে বাউল গানেরও আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন ওই মন্দির প্রাঙ্গনে অসংখ্য ভক্তের সমাগম ঘটে।