বুধবার নদীয়ার কল্যাণী কাটাবেল অঞ্চলে দেওয়াল লেখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

0
55

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী ১0 ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার ব্রিগেড ময়দানে জনগর্জন সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় বঞ্চনা এবং ১০০দিনের কাজের টাকা না দেওয়া এরকম বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে জনগণকে একত্রিত করে তাদের প্রাপ্য কিভাবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করা যায় তার দিকেই বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তাই আগামী ১0ই মার্চ রাজ্যজুড়ে একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। আর তারই কারণে বুধবার নদীয়ার কল্যাণী কাটাবেল অঞ্চলে দেওয়াল লেখনের কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ডাকে যে জনগর্জন সভার আয়োজন করা হয়েছে তাতে জনপ্লাবন বয়ে যাবে, এবং কেন্দ্রীয় সরকার যতদিন বাংলার মানুষের প্রতি বঞ্চনা করে যাবে তৃণমূল কংগ্রেস ততদিন সাধারণ মানুষের হকের পাওনার জন্য লড়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here