আবারো মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু।

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদা—-আবারো মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু।মালদহে পরিচয় শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত। অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করছেন। আবারো এক তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল উত্তরপ্রদেশের বেনারসে কার্পেট কাজ করতে গিয়ে। পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান বয়স প্রায় ২১ বছর। পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হল ভিন রাজ্যে। ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘচাবে। কিন্তু আসলো দুঃসংবাদ। মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের পা থেকে যেন মাটি সরে যায়। হাউ মাউ করে কাঁদতে থাকে গোটা পরিবার। এমনকি স্থানীয় মানুষ জন্য শোকস্তব্ধ। পরিবার সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মীর দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশে কার্পেটের কাজে গিয়েছিলেন। সব ঠিক ছিল। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথা ও বলেন। ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক আজমির খান। চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক বাসায় আসতে আসতে প্রাণ হারান আজমির খান। পরিবার রয়েছে দুই বোন, দাদা ও বৃদ্ধ মা বাবা। কিভাবে চলবে সংসার কিছু বুঝে উঠতে পারছেন না। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অথৈ জলে গোটা পরিবার। সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা। নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তর প্রদেশ থেকে রওয়ানা দিয়েছে বাড়ির দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here