মহিলাদের নিয়ে অবকাশ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায়।

0
57

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের প্রাপ্ত টাকা 500 থেকে বেড়ে 1000 হয়েছে, SC ST সম্প্রদায়ের মহিলাদের টাকা বেড়ে হয়েছে 1200। আর রাজ্য সরকারের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়ে ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে মহিলাদের নিয়ে পিকনিক ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করলো তৃণমূল। শুক্রবার রানাঘাট পুরসভার 10 ওয়ার্ড তৃনমূল কংগ্রেসের উদ্যোগে 10 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে অবকাশ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায়। এদিনের এই ধন্যবাদ জ্ঞাপন পিকনিক ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয়। শুক্রবার এই অনুষ্ঠান প্রসঙ্গে আনুমানিক দুপুর 2 15 নাগাদ রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায় আমাদের জানান………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here