পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে নন্দকুমার আসার পথে নন্দকুমার ব্রিজের ওপর আচমকাই চলন্ত গাড়িতে আগুন লাগে, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়,গাড়ির মধ্যে থাকা চালক সহ যাত্রীরা কোনো রকম গাড়ি থেকে বেরিয়ে প্রানে বাঁচে। জানা যায় গাড়িটি একটি বিয়ে বাড়ির বর যাত্রী নিয়ে যাচ্ছিল, সেই সময় ঘটে এমন ঘটনা। তবে কি থেকে এমন দুর্ঘটনা তা স্পষ্ট না হলেও যান্ত্রিক ত্রুটির কারনে আগুন বলে অনুমান । পরে দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।