লোকসভায় কাঁথি থেকে কে জিতবে,ব্যবধান কত হবে? ভবিষ্যদ্বাণী শিশির অধিকারীর।

0
45

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-শনিবার দিল্লি থেকে প্রথম পর্যায়ে ১৯৫ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। তাতে এই রাজ্যের ২০ জনের নাম রয়েছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকা কালীন বিজেপিতে যোগ দিয়ে ছিলেন সৌমেন্দু।এবার কাঁথি থেকেই তাঁকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। কাঁথিতে বর্তমান সাংসদ হলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী। তিনি খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ। তবে শিশির বাবুর বয়স হয়েছে। তিনি যে আর ভোটে দাঁড়াবেন না তা স্পষ্ট ছিল। এও স্পষ্ট ছিল অধিকারীরা কাঁথি নিজেদের দখলে রাখতে চাইবেন। সেই কারণেই সৌমেন্দু। সৌমেন্দুর জয়ের ব্যাপারে ১৬ আনা নিশ্চিত শিশির অধিকারী। তাঁর দাবি, ছেলের জয়ের ব্যবধান তাঁকেও ছাপিয়ে যাবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ১১ হাজার ৬৬৮ ভোটে পরাজিত করে ছিলেন শিশির বাবু। শিশির বাবুর কথায়,”লিখে রাখুন, সৌমেন্দুর জয়ের ব্যবধান অন্তত ৩ লাখ হবে। কাঁথি থেকে ওই জিতবে।” শুভেন্দু দল বদলের পর থেকে অধিকারী পরিবারের ওপর নানা ভাবে হয় রানি নামিয়ে এনেছে তৃণমূল। এবাবের ভোটে কাঁথির মানুষ তারই জবাব দেবেন বলে আশা শিশির অধিকারীর। পর্যবেক্ষকদের মতে, সৌমেন্দু খাটিয়ে ছেলে, দাদার মতো অতটা না হলেও বেশ পরিশ্রমী। ২৪ ঘণ্টা রাজনীতির মধ্যেই থাকেন। কাঁথিতে সৌমেন্দু প্রার্থী হলেও বকলমে শুভেন্দুই লড়বেন। মাঝখান থেকে শুভেন্দুর মেজো ভাই দিব্যেন্দু অধিকারীকে কিছুটা বলিদান দিতেই হচ্ছে। তমলুকে তৃণমূল সাংসদ হলেন দিব্যেন্দু। দাদার জন্যই জিতে ছিলেন। তাই দাদা বিজেপিতে যোগ দিতেই দিব্যেন্দুকে এক প্রকার বসে যেতে হয়ে ছিল। বিজেপির রাজনীতিতে এক পরিবার থেকে দুজনকে টিকিট দেওয়ার খুব একটা রীতি নেই। তাই দিব্যেন্দুর ফের তমলুক থেকে টিকিট পাওয়ার আশা হয়তো ক্ষীণ। হতে পারে ২৬ এর বিধানসভা ভোটে কাঁথি আসন থেকে প্রার্থী হবেন তিনি। তবে ভাই সৌমেন্দুকে প্রার্থী করায় সন্তোষ প্রকাশ করেছেন দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমার ভাই সৌমেন্দুকে প্রার্থী করায় আমি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভাইয়ের উপর যেভাবে রাজ্যের শাসক দল অত্যাচার চালিয়েছে তা অবর্ণনীয়। শান্তিতে বাড়িতে থাকতে দেয়নি ওকে। এখন সৌমেন্দুকে যেভাবে সম্মান জানাল বিজেপি, তাতে আমি অত্যন্ত খুশি। আমাকে প্রার্থী করা হয়নি বলে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। এই আসনে আমরা বিপুল ভাবে জয়ী হব। সর্বস্ব দিয়ে ওকে জেতাতে প্রচারে ঝাঁপাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here