উদাসীন রেল কর্তৃপক্ষ ! দিনের পর দিন বিপদজনক পরিস্থিতির মধ্য দিয়েই রেল লাইন পারাপার, প্রায়শই ঘটছে দুর্ঘটনা মরণ ফাঁদ !

0
52

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার শান্তিপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এক নম্বর রেলগেট লেভেল ক্রসিং এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই এলাকায় একটি জমজমাট হাট এবং পার্শ্ববর্তী রেল বাজার সহ শান্তিপুরের প্রবেশ পথ হিসাবে। প্রতি ঘন্টায় সেখানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিভিন্ন হেঁটে সাইকেলে অটো রিক্সা টোটো সহ বিভিন্ন যানবাহনে। দুর্ঘটনা প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে ওই এলাকায় । আপ এবং ডাউন রেললাইন বের হয়ে গিয়েছে পার্শ্ববর্তী মাটি খোয়া বসে গিয়ে শুধু একটি এলাকা নয় দুটি রেল লাইনের চওড়া পিচের রাস্তা অনুযায়ী সমগ্র রেললাইন অংশটি। গেট পড়ার আগের মুহূর্ত অথবা তোলার পরের মুহূর্ত আরো বেশি ভয়ংকর হয়ে ওঠে পিছনে লম্বা লাইন থাকার কারণে প্রত্যেকেরই যাওয়ার তারা থাকে একজন দাঁড়িয়ে পড়লে পেছনে সকলে দাঁড়িয়ে পড়তে হয়। তাই তাড়াতাড়ি যাওয়ার প্রবণতায় আরো বেশি বিপদ ঘটছে প্রতিনিয়ত। ভ্যান ট্রলি টোটো প্রায়শই উল্টে যাচ্ছে সাইকেল স্কুটি কিংবা মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছেন পথচারীরা। অথচ কেবিনে দায়িত্বে থাকা কিংবা স্টেশন ম্যানেজার অথবা আরপিএফ জিআরপি এ বিষয়ে মুখ খুলছেন না কেউই প্রত্যেকেই তাদের সর্বময় কর্মকর্তা ডিএম এর কথা বলছেন। পার্শ্ববর্তী নীল মনি বাজার কিংবা হাট অথবা রেল বাজার কমিটির কর্মকর্তারা জানাচ্ছেন এই সমস্যার কারণেই তারা প্রতিনিয়ত বিপদগ্রস্ত হয়ে পড়লেও সঠিক দিশা পাচ্ছেন না তবে এবার যা পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লিখিত জানাবেন তারা। রেলের বিষয় হওয়ার কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা সমস্যার কথা মানলেও ব্যবস্থা তাদের হাতে নেই বলেই জানিয়েছেন অন্যদিকে লোকসভার সাংসদ জগন্নাথ সরকার অবশ্য আমাদের জানিয়েছেন তিনি এ বিষয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন, অল্প দিনের মধ্যেই মেরামতির কাজ শুরু হবে। এর আগেও এরকম পরিস্থিতি তৈরি হওয়ার পর তিনি ডিআরএম এর সাথে কথা বলে সমাধানের পথ করেছিলেন এবারও করবেন।