সাংবাদিক সম্মেলন করলেন জগন্নাথ সরকার ও বিজেপি সভাপতি ও বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়।

0
42

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাংবাদিক সম্মেলন করলেন জেলা পার্টি অফিসে জগন্নাথ সরকার। সেই সঙ্গে নদিয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভাপতি ও বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় কি জানালেন।
বিজেপি দলের প্রাথমিক সদস্য ও তিনি কোনদিন ছিলেন না, আবার মথুয়া সংগঠনের কথা বলতে গেলে, মতুয়া আন্দোলনের বিষয়ে তার কোন বাস্তব বিজ্ঞান নেই, কারণ সেই ভাবে তিনি কোনদিন মধুয়ার সংগঠনেও ছিলেন না। অভিজ্ঞতা না থাকার কারণে হঠাৎ করে রাজনীতির ময়দানে চলে আসেন যার কারণে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার মতো ভুল করেছেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে পড়াশোনা করে একজন চিকিৎসক হয়ে ডাক্তারি না করে তিনি রাজনীতির ময়দানে নেমে ছিলেন এটাও তার জীবনের একটা বড় ভুল বলে আমি মনে করি। সম্প্রতি বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয় এক সাংবাদিক বৈঠকে মুকুটমণি অধিকারী প্রসঙ্গে বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রাক্তন সংসদ তথা ২০২৪ এ লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এছাড়াও মুকুটমণি অধিকারীর বাবাও কার হাত ধরে রাজনীতিতে এসেছিলেন বলে জানান তিনি। পাশাপাশি মুকুট মণির দলত্যাগ প্রসঙ্গে আসন্ন নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে জগন্নাথ সরকার বলেন, মুকুটমণি অধিকারী কোনদিনই মধুয়া সম্প্রদায় ভুক্ত ছিলেন না।