পুরানো স্মৃতিকে ধরে রাখতে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোনাপেত্যা শীতলা নবীন সংঘের বাৎসরিক অনুষ্ঠান।

0
83

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – গ্রামের অনুষ্ঠানে ফুটে উঠেছে পুরনো দিনের পেপার পুরোনো জিনিস ও আসবাব পত্র। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সোনাপেত্যা শীতলা নবীন সংঘের বাৎসরিক অনুষ্ঠান হয় শনিবার। এইদিন অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ও কবি সাহিত্যিকরা। এই দিন চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই দিন এলাকার প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানের মূলত পুরনো দিনের কাগজ সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি পুরনো দিনের হারিয়ে যাওয়া জিনিস তুলে ধরা হয়।